Logo

সারাদেশ

ধান রোপণ নিয়ে পিটুনিতে কৃষক নিহত

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০

ধান রোপণ নিয়ে পিটুনিতে কৃষক নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে ধান রোপণকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালীদের পিটুনিতে সেলিম কবিরাজ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌরশের পশ্চিম পাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সেলিম ওই গ্রামের কবিরাজ বাড়ির আবুল কালাম কবিরাজের ছেলে। তিনি পেশায় কৃষক এবং ১ ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক।

স্থানীয় বাসিন্দা ইমান হোসেন ও সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, কৃষক সেলিমের সাথে আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজের সাথে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে মাঠে ধান আগে-পরে রোপণ নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় স্থানীয়রা ওইদিন রাতেই সমাধান করে দেন। কিন্তু আজিজ ও জাহাঙ্গীর প্রভাবশালী হওয়ার কারণে তাদের পক্ষ নেয় স্থানীয় বেশ কিছু লোক। তারা পরিকল্পনা করে জুমার নামাজের আগে মসজিদের পাশে লাঠিসোঁটা এনে রাখে। নামাজের পরেই তারা সেলিমের ওপর হামলা করে। তাদের পিটুনিতে ঘটনাস্থলেই সেলিম নিহত হন।

নিহত সেলিমের স্ত্রী বিলকিস বেগম ও মেয়ে শারমিন জানান, পরিকল্পনা করে স্থানীয় বাসিন্দা আলিজ্জামানের ছেলে চানমিয়া, আজিজ, তারা মিয়া ও নুরু মিয়া, আব্দুর রবের ছেলে আকবর, আনিস, আনিছের ছেলে জাহাঙ্গীর, রোশেদ, মেহেদী, মোতালেব কাজীর ছেলে রিয়াদ, খালেকের ছেলে নাছিরসহ প্রায় ৩০ জন হামলা করে সেলিমকে হত্যা করে।

কৃষক সেলিমের ছেলে সবুজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে তার বাবাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তির ময়নাতদন্ত শেষে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অভিযোগের পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর