তাড়াশে এক্সেভেটর মেশিন পোড়াল গ্রামবাসী
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
সিরাজগঞ্জ (তাড়াশ) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৪
![তাড়াশে এক্সেভেটর মেশিন পোড়াল গ্রামবাসী](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/01/bk-679de3b2c0c9a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুরে একটি এক্সকেভেটর (ভেকু) মেশিন পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, মাধবপুর গ্রামের জি কে এস জুনিয়র বালিকা বিদ্যালয়ের পাশে আব্দুল মতিন, বকুল হোসেন, গোলাপ হোসেন, মাসুদ রানা, মালেক মেম্বার ও মোশারফ হোসেনের নেতৃত্বে পুকুর খননের কাজ চলছিল। এলাকাবাসী বাধা দিলেও কাজ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে তারা শুক্রবার গভীর রাতে এক্সকেভেটর মেশিনে আগুন ধরিয়ে দেয়। এতে মেশিনটির গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, পুকুরটি খনন করা হলে মাধবপুর, চক গোপিনাথপুর, মথুরাপুর, সোলাপাড়া শ্রীকৃষ্ণপুর ও বোয়ালিয়া গ্রামের কৃষিজমির পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, যা চাষাবাদে মারাত্মক প্রভাব ফেলবে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’
মো. মনিরুল ইসলাম/এমআই