Logo

সারাদেশ

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি মশার কয়েল, জরিমানা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি মশার কয়েল, জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে মশার কয়েল উৎপাদন করায় কেরানীগঞ্জ বিসিকের সুনন ইন্টারন্যাশনালকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত ২৯ জানুয়ারি বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা লিজা এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটি ড্রাগন ব্রান্ডের মশার কয়েলের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ করে অনুমোদিত ব্রান্ডের পাশাপাশি ড্রাগন গুইলাইনসহ বেশকিছু ব্রান্ডের মশার কয়েল উৎপাদন করছে। এসব ব্র্যান্ডের বিএসটিআই ও খামারবাড়ি অনুমোদিত কেমিক্যাল বাদ দিয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছিল।

প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা ধার্য করেন এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান ও মো. তারেক রহমান দায়িত্ব পালন করেন।

এইচকে/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর