‘শহীদ পরিবারের চোখের পানিতে হাসিনার পতন ঘটেছে’
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৮
ছবি : বাংলাদেশের খবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণের গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে শ্রাবণের কবর জিয়ারত করেন তিনি। এসময় জামায়াত আমির বলেন, শহীদ সন্তানদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
নিহত শ্রাবণের আত্মার মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা করে তিনি বলেন, শহীদের মা-বাবারা গর্বিত, বীরের অভিভাবক হওয়া সকল পিতা মাতার ভাগ্যে থাকে না। আমরা আমাদের জায়গা থেকে সবসময় শহীদদের স্মরণে রাখব।
তিনি আরও বলেন, তারা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল, সেসব স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে। শহীদদের পরিবারের চোখের পানিতে আল্লাহ হাসিনার পতন কবুল করেছেন।
এম. এমরান পাটোয়ারী/এটিআর