Logo
Logo

সারাদেশ

মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৫৯


বাংলাদেশ জামায়াতে ইসলামি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ২৩ নভেম্বর কর্মী সম্মেলন বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫ ঘটিকায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট যে বিজয় অর্জন হয়েছে তা ধরে রাখতে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামির ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলার প্রচার সেক্রেটারী অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, মিডিয়া বিষয়ক সম্পাদক হাফেজ তাসলিম মিয়া, উলামা বিভাগের পরিচালক মাওলানা জাকিরুল ইসলাম খান, পৌর আমির হুমায়ূন কবির প্রমুখ।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, সাংবাদিক সমিতির সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা শাহীনূল ইসলাম তারেক, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন প্রমুখ।


আফ্রিদি আহাম্মেদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর