শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানি তেল আদান-প্রদান, দুই জাহাজ আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের অদূর সাগরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল আদান-প্রদানের সময় পানামার পতাকাবাহী বিদেশি একটি বাণিজ্যিক জাহাজসহ দুইটি জাহাজ আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়া বহির্নোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি ওয়েল ট্যাংকার ‘ওটি ইউনিয়ন’ এবং পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমটি ডলফিন-১৯’ আটক করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিয়মিত টহলের অংশ হিসেবে কোস্টগার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ কুতুবদিয়া সাগরে টহল দিচ্ছিল। একপর্যায়ে সন্দেহজনকভাবে জাহাজ দুটি জ্বালানি তেল আদান-প্রদান করছে দেখে কোস্টগার্ড সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে, উভয় জাহাজ কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।’
কোস্টগার্ড জানায়, পানামার পতাকাবাহী বিদেশি জাহাজটি মোংলা সমুদ্রবন্দরের উদ্দেশ্যে যাত্রার কথা থাকলেও কুতুবদিয়া বহির্নোঙ্গরে নোঙর করে এবং অনুমতি ছাড়াই বাংলাদেশি ওয়েল ট্যাংকার থেকে ৩৫৬ মেট্রিক টন জ্বালানি সংগ্রহ করে। এভাবে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।
আটককৃত দুই জাহাজ ও বাংলাদেশি ৯ জন ক্রুকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে কোস্টগার্ডের তত্ত্বাবধানে রাখা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মেরিন কোর্টের মাধ্যমে জরিমানা আদায়সহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই