Logo

সারাদেশ

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লক্ষ টাকা জরিমানা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়ায় তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের অভিযোগে তিনটি মামলা দায়ের করে মোট পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।  

৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমানের নেতৃত্বে এবং কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমানের উপস্থিতিতে ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।  

ভ্রাম্যমাণ আদালতে জরিমানার আওতায় আনা ইটভাটাগুলো হলো :  

১. MSS ব্রিকস - প্রোপ্রাইটর মাসুদ পারভেজকে ২,৫০,০০০/- টাকা জরিমানা  

২. এম আর এম ব্রিকস - প্রোপ্রাইটর মোঃ মাসুম রানাকে ১,০০,০০০/- টাকা জরিমানা  

৩. K&B ব্রিকস - প্রোপ্রাইটর মোঃ শফিকুল ইসলাম শামীমকে ১,৫০,০০০/- টাকা জরিমানা  

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আকরামুজ্জামান আরিফ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর