Logo

সারাদেশ

পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮

পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পৌর শহরের বাংলাবাজার চৌমাথার কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতা এ কে এম ফারুক আহমেদ তালুকদারের সমর্থকরা ৮ ফেব্রুয়ারির সমাবেশ উপলক্ষে পোস্টার লাগাতে গেলে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।  

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ (২০), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর (২১), ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান (২০), বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য ইলিয়াস (২৭) এবং ছাত্রদল নেতা কাওসারসহ (২৭) আরও কয়েকজন। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রফ বলেন, ‘এখন পর্যন্ত ৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা আমরা লিখে রেখেছি।’ 

আহত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ‘আমরা নাজিরপুর ইউনিয়নে পোস্টার লাগাতে গেলে বিএনপিনেতা এনায়েত হোসেন খানের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তিনি দাবি করেন, তাকে সমাবেশে দাওয়াত দেওয়া হয়নি, তাই সেখানে পোস্টার লাগানো যাবে না।’  

অন্যদিকে, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফাহাদের নেতৃত্বে একটি মোটরসাইকেল মহড়া চলাকালে তারা আমার ছেলেদের ওপর হামলা চালায়।  

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘৮ ফেব্রুয়ারির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

আরিফুল ইসলাম সাগর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর