Logo

সারাদেশ

দিনাজপুর জেলা আ.লীগের অফিস গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১২

দিনাজপুর জেলা আ.লীগের অফিস গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা

দিনাজপুর জেলা ও শহর আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অপরদিকে, সাবেক হুইপের বাড়ির চারপাশে পুনর্নির্মাণকৃত সীমানা প্রাচীর ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর বাড়ি ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে পাশাপাশি অবস্থিত শহর ও জেলা আওয়ামী লীগ অফিস দুটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। রাত ১২টায় ভাঙচুর অভিযান শুরু করে রাত ১টায় ভাঙচুর অভিযান শেষ করে। ১ ঘণ্টার মধ্যেই অফিস দুটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক হুইপের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। এ সময় তার বাড়ির আসবাবপত্র লুট করে নিয়ে যান অনেকে। পরবর্তীতে আবারও চারপাশে সীমানা প্রাচীর দেওয়া হয়েছিল। 

রাত ১০টার দিকে সাবেক হুইপের বাড়ির চারপাশের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

এ ছাড়া রাতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। তার বাড়ির সামনের দুটি জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ভাঙচুর ছাত্র-জনতা করেনি। লুটপাটের উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষি মহল করেছে বলে স্থানীয়দের দাবি।

রহমত আল আকাশ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর