Logo

সারাদেশ

১২ হাজার পিস ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬

১২ হাজার পিস ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

কক্সবাজারের টেকনাফে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালায়। অভিযানের সময় চেয়ারম্যান মুজিবুর রহমান (৫৩) কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। 

পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বস্তায় বিশেষভাবে লুকানো ১২,২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক মুজিবুর রহমান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তি এবং জব্দ ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে। যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। 

ইমতিয়াজ মাহমুদ ইমন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর