Logo

সারাদেশ

ফেনীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ২ হাজার রোগী

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৩

ফেনীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ২ হাজার রোগী

ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে মামনা খাতুন ওয়েল ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৪ বছরে প্রায় ২০ হাজার রোগীকে বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বাগডুবি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চোখের সমস্যাজনিত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধপত্র বিতরণ করা হয়।

এদিন দুই হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফেনীর ৬টি উপজেলা ছাড়াও নোয়াখালীর কোম্পানীগঞ্জ, চাটখিল, লক্ষ্মীপুরের রামগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী রোগীরা ভিড় করেন। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এবারের চক্ষু শিবিরে ৪০ জন স্বেচ্ছাসেবী এবং চারজন চিকিৎসকের নেতৃত্বে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। মামনা খাতুন ওয়েল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ শিবিরটি ১৪তম বারের মতো অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান, দৈনিক বাংলাদেশের খবরের ফেনী প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী, মোহনা টিভির ফেনী প্রতিনিধি সুরঞ্জিত নাগ, দৈনিক মানবকণ্ঠের ফেনী প্রতিনিধি শেখ ফরিদ আক্তার, দৈনিক আমার দেশের দাগনভূঞা প্রতিনিধি আলমগীর ননী প্রমুখ।

ফাউন্ডেশনের পরিচালক ও চক্ষু শিবিরের সমন্বয়ক মো. রফিকুল ইসলাম জানান, শিবিরে আগত জটিল রোগী যারা উন্নত চিকিৎসা প্রয়োজন, তাদের পরবর্তীতে ফেনী চক্ষু হাসপাতাল ও দাগণভূঞা আইকেয়ারের মাধ্যমে অপারেশনসহ আরও উন্নত চিকিৎসা প্রদান করা হবে। 

এমরান পাটোয়ারী/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর