Logo

সারাদেশ

চাঁদপুরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৪

চাঁদপুরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও ডাকাতির সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য নাজমুল মোল্লাকে (২১) আটক করা হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেলতলি লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক নাজমুল বরিশালের আগৈলঝাড়া থানার গৈলা এলাকার বাসিন্দা খোরশেদ মোল্লার ছেলে।

চাঁদপুর সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে নাজমুল মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে শটগানের ছয়টি কার্তুজ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ লাখ ১৬ হাজার ৫০০ টাকা, ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট, আটটি লাইফ জ্যাকেট, একটি গাঁজা মাপার মেশিন, ৪০টি কলকি, দুটি লাইট, চারটি হেলমেট, একটি লেজার লাইট, একটি চাঁদা সংগ্রহের বই, চারটি মোবাইল ফোন ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

চাঁদপুর সেনা ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, সংঘবদ্ধ ডাকাত দলকে ধরতে দিনব্যাপী তাদের বিভিন্ন আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য সংগ্রহ ও মামলা দায়েরের কাজ চলমান রয়েছে। আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, একাধিক ডাকাত সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক নাজমুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলামিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর