Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৩

আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফলিয়া বাজারে বুড়াইচ ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে বুড়াইচ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা।

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, উপজেলা শাখার আমীর মাওলানা কামাল হোসাইন, পৌর শাখার আমির ওয়াহিদুল ইসলাম, উপজেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান, উপজেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা আবুল হাসান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মনিরুজ্জামান ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউল হাসান প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায়ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য। দেশে আল্লাহর আইন বাস্তবায়ন ও সৎ লোকের শাসনের জন্য জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলেও বক্তারা মন্তব্য করেন।

বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর