Logo

সারাদেশ

শ্বশুর বাড়ির দাওয়াতে না যাওয়ায় জামাইয়ের বাড়ি ভাঙচুর

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫

শ্বশুর বাড়ির দাওয়াতে না যাওয়ায় জামাইয়ের বাড়ি ভাঙচুর

ছবি : বাংলাদেশের খবর

শ্বশুরবাড়ির দাওয়াতে অংশ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে জামাই পারভেজ মাতুব্বরের বাড়িতে হামলা চালিয়েছে তার স্ত্রী মীম আক্তারের ভাই সাকিল রাঢ়ীর নেতৃত্বে একদল লোক। হামলায় পারভেজ, তার মা হালিমা বেগম এবং বোন তানজিলা মারধরের শিকার হন।  

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জমি চাষের সময় ট্রাক্টর উল্টে পারভেজের শ্বশুর মানিক রাঢ়ী মারা যান। রোববার তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করা হয়। পারভেজকে দাওয়াত দিলেও তিনি অংশ নেননি। এতে ক্ষিপ্ত হয়ে সাকিল রাঢ়ীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল পারভেজের বাড়িতে হামলা চালিয়ে দরজা, আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।  

পারভেজ মাতুব্বর বলেন, ‘স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি শ্বশুরের দোয়া মাহফিলে যাননি। এতে ক্ষুব্ধ হয়ে তার শ্যালক সাকিল বাড়িতে হামলা চালিয়ে তাকে, তার মা ও বোনকে মারধর করেছে।’ 

তবে সাকিল রাঢ়ী বলেন, ‘পারভেজ আমার বোন মীমকে শ্বশুরবাড়িতে মারধর করে আটকে রেখেছিল। খবর পেয়ে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। পারভেজ নিজেই ঘর ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’ 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘এ ঘটনা সম্পর্কে এখনো জানা নেই। হয়তো সামান্য ঘটনা হওয়ায় জানানো হয়নি।’

আরিফুল ইসলাম সাগর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর