Logo

সারাদেশ

সাফারি পার্কে দু’দিন ধরে ২ কুমিরের লড়াই, আহত ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৫

সাফারি পার্কে দু’দিন ধরে ২ কুমিরের লড়াই, আহত ১

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি পুরুষ কুমিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত দুই দিন ধরে চলা এই লড়াইয়ে একটি কুমির গুরুতর আহত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পার্ক কর্তৃপক্ষ আহত কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করে। 

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম জানান, গত দুদিন ধরে কুমির দুটি একে অপরের সঙ্গে লড়াই করছিল। বিভিন্নভাবে চেষ্টা করেও আমরা তাদের আলাদা করতে পারছিলাম না। অবশেষে রোববার সকালে পার্কের কর্মচারীদের সহযোগিতায় আহত কুমিরটিকে উদ্ধার করা হয় এবং চিকিৎসার পর কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়।

কুমিরটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তৃপক্ষ তাকে পার্কের অন্য একটি বেষ্টনীতে ছেড়ে দিয়েছে। বর্তমানে কুমিরটি স্বাভাবিকভাবে চলাফেরা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পার্ক কর্তৃপক্ষ ধারণা করছে, বেষ্টনীর আধিপত্য বিস্তার নিয়েই কুমির দুটির মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। কুমিররা সাধারণত খুব আক্রমণাত্মক স্বভাবের হয়, বিশেষ করে যখন একাধিক পুরুষ কুমির একই এলাকায় থাকে। কর্তৃপক্ষ কুমিরগুলোর আচরণ পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বেষ্টনী পুনর্বিন্যাসের পরিকল্পনা করছে।

সাফারি পার্কে এর আগেও প্রাণীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এত তীব্র লড়াই সচরাচর দেখা যায় না। পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পার্ক কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে কুমির বেষ্টনীটি যথেষ্ট সুরক্ষিত এবং দর্শনার্থীদের কোনো ঝুঁকি নেই।

এমএএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর