Logo

সারাদেশ

ভণ্ড পীরকে স্থানীয়দের গণধোলাই

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৪

ভণ্ড পীরকে স্থানীয়দের গণধোলাই

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ইসলাম ধর্মের বিপরীতে মানবধর্মের প্রবর্তক হেরা বনের প্রতিষ্ঠাতা ভণ্ড পীর জয়গুরু মনির শাহকে উত্তেজিত তৌহিদী জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 

রোববার সকালে মাওনা চৌরাস্তা জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার মোহতামিমের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে ক্ষিপ্ত হয়ে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা তাকে মাদ্রাসার প্রশাসনিক ভবনে আটক করে রাখেন। পরে দুপুরে উত্তেজিত জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। 

স্থানীয় জানান, মাওনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারতোপা এলাকায় গভীর জঙ্গলে হেরা বন নামের একটি আস্তানা তৈরি করেন ভণ্ড পীর মনির শাহ চিশতী। সেখানে তিনি ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং সাধারণ মানুষের মাঝে ইসলাম ধর্মের বিপরীতে 'মানবধর্ম' নামক নতুন ধর্মের প্রচার করছিলেন। তার কথিত হেরাবন আস্তানায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড এবং নারী ব্যবসা, মাদক ব্যবসার মতো অসামাজিক কাজও সংগঠিত হত। 

গাজীপুর জেলা যুব জমিয়াতের যুগ্ম সাধারণ সম্পাদক শাকির মোড়ল বলেন, ‘উত্তেজিত জনতা ভণ্ড পীর জয়গুরু মনির শাহকে আটকে পুলিশে সোপর্দ করেছেন।’

মাওনা চৌরাস্তা জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি জামাল উদ্দিন বলেন, ‘সকালে মাদ্রাসায় আমার সঙ্গে দেখা করতে আসেন মনির শাহ। পরে মাদ্রাসার ওলামায়ে কেরাম, শিক্ষার্থী এবং তৌহিদী জনতা ক্ষিপ্ত হয়ে তাকে মাদ্রাসার প্রশাসনিক ভবনে আটক করে রাখেন।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘সকালে মাওনা চৌরাস্তার একটি মাদ্রাসায় হেরা বনের প্রতিষ্ঠাতা জয়গুরু মনির শাহ গেলে তৌহিদী জনতা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

আতাউর রহমান  সোহেল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর