Logo

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫১

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মানিকগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। একসময় তিনি ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুইবার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ বলেন, আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, আব্দুল কাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে পরিচিত ছিলেন। ২০২০ সালে ইউপি চেয়ারম্যান থাকার সময় তিনি ধর্ষণের অভিযোগে বরখাস্ত হয়েছিলেন।

আফ্রিদি আহাম্মেদ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর