Logo

সারাদেশ

ছাত্র অধিকার নেতা অন্তরকে পরিবারের কাছে হস্তান্তর

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪

ছাত্র অধিকার নেতা অন্তরকে পরিবারের কাছে হস্তান্তর

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তরকে (৩০) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাকে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম তাকে স্ত্রী তানজিলা অন্তরসহ স্বজনদের কাছে তাকে হস্তান্তর করেন। 

এর আগে নিখোঁজের ৫৪ ঘণ্টা পর রোববার ভোরে পুলিশ অন্তরকে ঢাকার কামরাঙ্গির চর থেকে উদ্ধার করে। পরে রোববার বিকালে পটুয়াখালীর পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন। সন্ধ্যায় অন্তরকে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়।

অন্তর জানান, বৃহস্পতিবার রাতে কলাপাড়া শহর থেকে লোন্দা গ্রামের বাড়িতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোযোগে কয়েকজন লোক মোটরসাইকেলের পাশে চাপিয়ে গাড়িতে তুলে নেয়। পরে ঢাকায় নেওয়ার পথে ভাঙ্গায় মহাসড়কের পাশে মুখ বেঁধে ফেলে রাখে। ঢাকার কামরাঙ্গিরচর এলাকায় বন্ধুর বাসায় অবস্থান করেন অন্তর। কিন্তু কেন স্ত্রী-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেননি- এমন প্রশ্নের উত্তর দেননি তিনি। 

উল্লেখ্য, কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে তিনি লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে। তাকে উদ্ধারের দাবিতে স্বজনরা টানা তিনদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। অন্তরকে কাছে পেয়ে স্ত্রী-স্বজনরা স্বস্তি অনুভব করছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, রোববার রাতে অন্তরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাকারিয়া জাহিদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর