Logo

সারাদেশ

কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে জখম

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯

কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে জখম

পটুয়াখালী বাউফলের নওমালা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র স্বপন সরদার (৪২) নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত স্বপন সরদার অভিযোগ করেন, তিনি নওমালা ইউনিয়ন যুবদলের আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। একই পদে প্রতিদ্বন্দ্বী আল আমিন মৃধার সঙ্গে তার বিরোধ চলছিল। আল আমিনের উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি এবং আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন প্রচারের বিষয়টি জেলা কমিটির কাছে উপস্থাপন করেছিলেন স্বপন। এর জেরে আল আমিন ক্ষুব্ধ হন।

সোমবার রাতে নগরহাট দলীয় কার্যালয়ে স্বপন উপস্থিত হলে আল আমিন মৃধা ও তার সহযোগীরা তাকে অতর্কিত হামলা করে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন বলে স্বপন অভিযোগ করেন। পরে দলীয় নেতাকর্মীরা স্বপনকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

অভিযুক্ত আল আমিন মৃধা বলেন, ‘আমি নওমালা ইউনিয়ন বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক। স্বপনের সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মারামারির ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি সংঘর্ষ ইতোমধ্যে শেষ হয়েছে।’

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম সাগর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর