Logo

সারাদেশ

কুষ্টিয়ার পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০

কুষ্টিয়ার পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে ঘটনাটি ঘটে।  

নিহত রাজু বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময়ে বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে রাজুকে গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় রাজু চরের মাঠে পড়ে থাকলে, তার পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘এলাকায় গ্রুপিংয়ের কারণে পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রাজুর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।’

আকরামুজ্জামান আরিফ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর