Logo

সারাদেশ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মারামারি, আহত ৮

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৭

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মারামারি, আহত ৮

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শহীদ জাকির হোসেন সড়কের কাজ নিয়ে দুই গ্রুপের এই মারামারির ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে,  কয়লা জাকির হোসেন সড়কের কাজ নিয়ে বাকবিতণ্ডা হয় স্থানীয় ওয়ার্ড বিএনপির সমন্বয়ক আনোয়ার হোসেন ও বিএনপি নেতা আহসান উল্লাহর মধ্যে। বাকবিতণ্ডার জের ধরে তারা মারামারিতে লিপ্ত হয়। পরবর্তীতে সন্ধ্যার পরে সিএনজি যোগে আনোয়ার অনুসারীরা পশ্চিম সোনাই গ্রামে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোনাই গ্রামের মসজিদে ঘোষণা করা হয়। ঘোষণা শুনে গ্রামবাসীরা একত্রিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দেয়। এসময় দু-পক্ষের প্রায় ৮-১০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। দু’পক্ষ থেকেই মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তারা।

শহীদ জাকির হোসেন সড়কের ১ কিলোমিটার রাস্তার কাজ চলমান রয়েছে। ঠিকাদার জাহাঙ্গীর কবির চোধুরী পালিয়ে যাওয়ার কারণে  সম্পূর্ণ কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে কার্পেটিং এর কাজের জন্য উপজেলা থেকে সমন্বয় করে কাজের অনুমতি দেয়া হয়। স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন কংক্রিট সরবরাহ করছিলেন। অপরপক্ষ আহসানুল্লাহ নি¤œমানের কংক্রিট দিচ্ছে অভিযোগ করেন। এরই জের ধরে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের বিএনপি নেতা নুরুন্নবী, আবদুল হাই, মোমিন, আহসানুল্লাহ, সোহাগ, ইমাম, হোসেন হাসান সহ ৮-১০ জন আহত হয়েছে।

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, ‘কয়লা জাকির হোসেন সড়কের কাজ ৫ আগস্টের পর ঠিকাদার জাহাঙ্গীর কবির পালিয়ে যাওয়ায় কাজ বন্ধ ছিল। পরে স্থানীয় আনোয়ার, সোহাগ সহ কয়েকজনের অনুরোধে ইউএনও এবং এলজিইডি প্রকৌশলীর সাথে কথা বলে পুনরায় কাজ শুরু হয়। কাজ শুরু হলেও তারা না জানায় আনোয়ার, সোহাগ এবং কাজের মাঝি আহসান উল্লার সাথে ভুলস বুঝাবুঝির এক পর্যায়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা উভয় পক্ষকে নিয়ে সমাধানের জন্য বসব।’ 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার বলেন, ‘মারামারির ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নেব।’

সাফায়েত মেহেদী/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর