Logo

সারাদেশ

বাসে আগুনে কিশোর হেলপার নিহত

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৮

বাসে আগুনে কিশোর হেলপার নিহত

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গাংচিল পরিবহনের একটি বাসে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে ১৪ বছর বয়সী এক কিশোর হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে টঙ্গীবাড়ী থানার বালিগাঁও ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত হেলপার শাহাবীর (১৪) লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের সোহেল মিয়া ও মুন্নি বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাসের চালক মো. কাউসার (৩০) ও হেলপার শাহাবীর রাতে বাসটি (ঢাকা মেট্রো-জ-১৪-২৮৩৯) পার্কিং করে কয়েল জ্বালিয়ে ও মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। রাতে কয়েল থেকে আগুন লাগলে চালক কাউসার কোনো রকমে বেরিয়ে আসলেও হেলপার শাহবীর বের হতে পারেননি। আগুনে পুড়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

আশেপাশের লোকজন আগুন জ্বলতে দেখে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে টঙ্গীবাড়ী থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। পোড়া দেহটি মর্গে পাঠানো হয়েছে।

নাজমুল ইসলাম পিন্টু/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর