Logo

সারাদেশ

২ নারীর পেটে মিলল ৪ হাজার পিস ইয়াবা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭

২ নারীর পেটে মিলল ৪ হাজার পিস ইয়াবা

ছবি : বাংলাদেশের খবর

পেটের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় কক্সবাজার বিমানবন্দরে দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, চার হাজার পিস ইয়াবা তাদের পেটের ভেতর থেকে বের করা হয়।

আটক দুই নারী হলেন- উম্মে জামিলা (৩৭) ও উম্মে হাবিবা (২২)। তারা আপন বোন এবং টেকনাফের হৃীলার বাসিন্দা বলে জানা গেছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক একেএম দিদারুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উম্মে জামিলা ও উম্মে হাবিবা তারা আপন দুই বোন। জামিলার স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় তাদের পেটের ভেতর ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দরে অভিযান পরিচালনা করা হয় এবং এক্সরের মাধ্যমে তাদের আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, চার হাজার পিস ইয়াবা পেটের ভেতর থেকে বের করা হয়।

ডিএনসি উপপরিচালক আরও জানান, আটককৃতদের পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর