Logo

সারাদেশ

শ্রীপুরে আগুনে পুড়ল বাড়ি, ক্ষতি ৫০ লাখ টাকার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৭

শ্রীপুরে আগুনে পুড়ল বাড়ি, ক্ষতি ৫০ লাখ টাকার

গাজীপুরের শ্রীপুরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের জহিরুল ইসলাম হিমেলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই বসতবাড়ির ১১টি কক্ষের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

বাড়ির মালিক জহিরুল ইসলাম হিমেল বলেন, ‘আমি বাড়িতে ছিলাম। হঠাৎ করে আমার ভাড়া বাসায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। আগুনে ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায়ই ৫০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।’

আরিফ নামের এক ভাড়াটিয়া জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুনে তার সব মালামাল পুড়ে গেছে। 

রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ফারুক জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমান তদন্ত করে বিস্তারিত জানা যাবে। 

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর