Logo

সারাদেশ

ঝিনাইদহে ওষুধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৭

ঝিনাইদহে ওষুধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান জরিমানা আদায় করায় একযোগে সকল ওষুধের দোকান বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টরা। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) এস,এম সিরাজুস সালেহীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

ওষুধ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ভ্রাম্যমাণ আদালত অনৈতিকভাবে এবং অনিয়মতান্ত্রিকভাবে জরিমানা আদায় করেছে। আদালতের পক্ষ থেকে অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির সময় ক্রেতার নাম-ঠিকানা সংরক্ষণ না করার অপরাধে এবং পল্লী চিকিৎসকের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে জরিমানা করা হয়।

এছাড়া, মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে পাওয়ায় এসব ঔষধ ধ্বংস করে দেওয়া হয়, যদিও সেগুলো কোম্পানিকে ফেরত দিলে ব্যবসায়ীরা সমপরিমাণ মূল্য বা ঔষধ বদল পেতেন।  

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শৈলকুপার সকল ঔষধের দোকান বন্ধ করে কর্মবিরতি পালন করছে কেমিস্ট এন্ড ড্রাগিষ্টরা।  

এদিকে, শৈলকুপার সকল ঔষধের দোকান বন্ধ থাকায় রোগীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা জরুরি রোগীদের অবস্থা চরম হয়ে উঠেছে।

এম বুরহান উদ্দীন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর