Logo

সারাদেশ

নতুন দল গঠন : আলফাডাঙ্গায় জনমত জরিপ ও জুলাইয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনী

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৮

নতুন দল গঠন : আলফাডাঙ্গায় জনমত জরিপ ও জুলাইয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনী

‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জনমত জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি গণঅভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় অস্থায়ী বুথ বসিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। বুথে একটি টেবিলে সাজানো হয় নির্ধারিত ফরম। ওই ফরমে দর্শনার্থীদের জন্য ছিল বিভিন্ন প্রশ্ন। ফরমের প্রশ্নে সাত নম্বর পয়েন্টে লেখা আছে, আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে? এরপরের পয়েন্ট, ৮ নম্বরে লেখা আছে- নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের সমস্যার সমাধান চান? নতুন দলের কাছে কী প্রত্যাশা করেন? দলের নাম কী হতে পারে এবং দলের মার্কা কী হবে। ফরমে এমন অনেক প্রশ্ন রেখে উত্তর জানতে চান নাগরিক কমিটির নেতৃবৃন্দ। শিক্ষার্থী, ভ্যানচালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষকে এই ফরম পূরণ করতে দেখা গেছে। এরপর সন্ধ্যার পরে একইস্থানে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়।

কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক কমিটির ফরিদপুর জেলা শাখার সংগঠক ডা. বায়েজিদ হোসেন শাহেদ, আলফাডাঙ্গা উপজেলা শাখার প্রতিনিধি তামিম আহমেদ মিলন ও মধুখালী উপজেলা শাখার প্রতিনিধি কামাল হোসাইনসহ নাগরিক কমিটির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির ফরিদপুর জেলা শাখার সংগঠক ডা. বায়েজিদ হোসেন শাহেদ বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের জন্য নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে জনমত জরিপ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়েছে।

বিএইচ/এনজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর