Logo

সারাদেশ

বাউফলে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

Icon

বাউফল প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪

বাউফলে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার এবং বাউফল সদর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ সিকদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের মজিবর মেম্বারের দোকান থেকে চেয়ারম্যান মঞ্জুরুল আলমকে এবং রাত ৯টায় যৌতা বাজার থেকে সোহাগ সিকদারকে গ্রেপ্তার করা হয়।  

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, মঞ্জুরুল আলম হাওলাদারকে বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।  

এ নিয়ে ডেভিড হান্টের অভিযানে বাউফলে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পটুয়াখালী আদালতে পাঠানো হবে।

আরিফুল ইসলাম সাগর/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর