Logo

সারাদেশ

ভালোবাসা দিবসে জাবিপ্রবিতে চিরকুমার সংঘের বিক্ষোভ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩

ভালোবাসা দিবসে জাবিপ্রবিতে চিরকুমার সংঘের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) চিরকুমার সংঘ। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চিরকুমার সংঘের উদ্যোগে ভালোবাসা দিবস ও চিরকুমার দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। 

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় ‘ছলনাময়ীরা নিপাত যাক, চিরকুমার’রা মুক্তি পাক’ ‘একটা একা কাপল ধর’; ‘ধইরা ধইরা আলাদা কর,’; ‘আমরা সবাই ঐক্য জোট, চিরকুমারের জয় হোক’; ‘দুষ্ট নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক’; এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। 

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও চিরকুমার সংঘের সজিব, সিএসসির দিপু, শিহাব প্রমুখ বক্তব্য রাখেন। 

বিক্ষোভকারীরা বলেন, ‘সুন্দরের মোহ বা অর্থবিত্তে প্রেম নয়, প্রেম হবে আত্মীক ও স্বর্গীয়। আর বণ্টন হবে সুষ্ঠু, শাশ্বত।’

আমরা প্রেম বিরোধী নই। তবে প্রেমের নামে  ১৪ ফেব্রুয়ারি যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ করছি। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। একজন চার-পাঁচটা প্রেম করে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা যেন দুষ্ট নারী থেকে দূরে থাকতে পারি- তারা প্রত্যেকটা পদক্ষেপে ছেলেদের পথভ্রষ্ট করে। এখনকার মেয়েরা ছলনাময়ী, তারা একত্রে একাধিক ছেলের সঙ্গে প্রেম করে প্রতারণা করে। তারা ছেলেদের ক্যারিয়ার নষ্ট করে। বর্তমানে প্রেমের নামে প্রহসন হচ্ছে। নারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছেলেদের ফাঁদে ফেলতেই থাকে।

মেহেদী হাসান/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর