Logo

সারাদেশ

‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯

‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’

ছবি : বাংলাদেশের খবর

‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এ স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সমানে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কাজী নুরুল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. লায়ন ফরিদুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

সুন্দরবন নিয়ে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আকতার, সাধারণ সম্পাদক ইভা আকতার, রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, সাংবাদিক শওকত আলী আশরাফী, আলী আকবর টুটুল, মাসুদুল হক, ইয়ামিন আলী, আমিরুল ইসলাম বাবু, সাকির হোসেন, শেখ বাদশাসহ আরও অনেকেই।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন ও বনজীবিদের অস্তিত্ব বিপন্ন। সুন্দরবনের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। তাই সকল অপরাধ পরিহার করে সুন্দরবনকে রক্ষা করতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও জেলা জুড়ে বিভিন্ন বেসরকারি সংগঠনও এ দিবসটি উদযাপন করেছে।

সুন্দরবনে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে। ২০০২ সাল থেকে বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলাগুলোতে রূপান্তরসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সুন্দরবন দিবস পালন করে আসছে।

শেখ আবু তালেব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর