Logo

সারাদেশ

শেরপুরে ইসলামী যুব আন্দোলনের থানা সম্মেলন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৫

শেরপুরে ইসলামী যুব আন্দোলনের থানা সম্মেলন

‘ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শেরপুর বাসস্ট্যান্ডের ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর শাখা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পূর্বের থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে শেরপুর থানার সাবেক সাধারণ সম্পাদক মুহা. ওমর ফারুককে বগুড়া জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া শেরপুর থানা শাখার সভাপতি হিসেবে আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এসএম বেলাল হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর শাখার সাবেক সভাপতি এম আলিফ হোসাইন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহরাব উদ্দিন।

শেরপুর শাখা যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মু.আ. মজীদ-এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সভাপতি মুহা. সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের শেরপুর শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানী, সেক্রেটারি প্রভাষক মীর মুহা. মাহমুদুর রহমান চুন্নু, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শেরপুর শাখার সভাপতি মাওলানা আতাহার আলী, সহসাধারণ সম্পাদক মুফতি আব্দুল আউয়াল।

এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন প্রভাষক মুহা. জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান জামাল, মুহা. মনির হোসেন, ছাত্রনেতা ওয়ালিদ বিন জহুরল, মাওলানা জাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম।

আব্দুল ওয়াদুদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর