Logo

সারাদেশ

নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০

নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. রাজ- বি-২২০) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালের হলি চাইল্ড স্কুলে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী।

১৮টি পদের মধ্যে কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদী ও দপ্তর সম্পাদক ইসরাইল গনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৪২৬ জন। যার মধ্যে ২ হাজার ৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ৭৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনুর রশীদ পেয়েছেন ৬১১ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী তামহীদ হোসেন (দিপু) পেয়েছেন ৮৩৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে আশিকুর রহমান, প্রচার সম্পাদক পদে আবদুল্লাহ জয়, সড়ক সম্পাদক আব্দুল জলিল, সড়ক সম্পাদক (অভ্যান্তরীণ রুট) মো. স্বপন হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক পলাশ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. স্বপন হোসেন নির্বাচিত হন।

এছাড়া কার্যকরী সদস্য পদে ৩ জন নির্বাচিত হন। এরা হলেন আইনুল হদা, নিমাই চন্দ্র রায় ও রবিউল ইসলাম।

জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন পরিদর্শন করেন এবং একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সহায়তা করেন।

তৈয়ব আলী সরকার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর