Logo

সারাদেশ

সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে শিক্ষার্থী নিহত

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬

সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে শিক্ষার্থী নিহত

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার ধুনট উপজেলায় যমুনার স্পারে (বাঁধ) ঘুরতে গিয়ে মোবাইলে সেলফি তোলার সময় নদীতে পড়ে জুনায়েদ রহমান (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

নিহত শিক্ষার্থী জুনায়েদ রহমান শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (আরডিএ) উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এর আগে শুক্রবার বিকালে জুনায়েদ ও তার তিন বন্ধুসহ যমুনা নদীর স্পারে (বাঁধ) সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে বন্ধুরাও পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করলেও জুনায়েদ নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত হয়ে যাওয়ায় তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর শনিবার সকাল ১১টার দিকে রাজশাহীর ডুবুরি দলের সাহায্যে জুনায়েদ রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়ারা হলেন- শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালামের ছেলে মফিজ ইকবাল (১৮), একই এলাকার সোলায়মান আলীর ছেলে অওফি হাসান (১৮) ও গোলাম সরোয়ারের ছেলে গোলাম শোয়েব (১৮)।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর যমুনা নদীতে ডুবে অনেক মানুষ মারা যান ও নিখোঁজ হন। বগুড়ায় ডুবুরি না থাকায় রাজশাহী ও রংপুর থেকে ডুবুরি এনে উদ্ধার করতে হয়। এতে সময় অনেকটা লাগতে থাকে। তারা দাবি করেন, ধুনট ও সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর পাশে ফায়ার সার্ভিসের ক্যাম্প স্থাপন করা উচিত। যাতে সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু করা যায় এবং মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হয়।

ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। শনিবার ডুবুরিরা এসে তার মরদেহ উদ্ধার করেন।

আব্দুল ওয়াদুদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর