Logo

সারাদেশ

ডেভিল হান্টে মেহেরপুরে গ্রেপ্তার ৪

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৩

ডেভিল হান্টে মেহেরপুরে গ্রেপ্তার ৪

ছবি : বাংলাদেশের খবর

চলমান অপারেশন ডেভিল হান্টের ষষ্ঠ দিনে মেহেরপুরে মোনাখালী ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতিসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মির্জ্জাক আলী, গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের আবু বকর, মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার আল মামুন ও ঘোষপাড়া এলাকার মোহাম্মদ রাজ্জাক।

মির্জ্জাক আলী মুজিবনগর উপজেলার মোনাখলী ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মুজিবনগর থানায় একাধিক ধারায় মামলা রয়েছে। আবু বকর গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া মেহেরপুর শহরের আল মামুন ও মোহাম্মদ রাজ্জাকের বিরুদ্ধে একই আইনে মামলা দায়ের করা হয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছয় দিনে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জামান আকতার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর