Logo

সারাদেশ

গরু দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩

গরু দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

ছবি : বাংলাদেশের খবর

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রথমবারের মতো মানিকগঞ্জ সদর উপজেলায় গরু দৌড়ের আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভিড় জমে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাটিপাড়া বংখুরীতে স্থানীয় প্রগতি সম্মেলনী ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা নানা আকার ও রঙের ২০টি গরু নিয়ে আসেন। খেলা দেখতে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হন এবং গরু দৌড় উপভোগ করেন। সেখানে গরু দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

শারারিয়া গ্রাম থেকে আসা রাজু বলেন, প্রথমবার এখানে আয়োজন হচ্ছে, এত মানুষ হবে ভাবিনি। সবুজ মিয়া বলেন, আমাদের এলাকায় এ ধরনের অনুষ্ঠান প্রতি বছর হওয়া উচিত।

কুয়েত প্রবাসী মো. মজনু মিয়া বলেন, গ্রাম বাংলায় এ ধরনের দৃশ্য দেখা বিরল। এটি এক অনন্য অনুভূতি।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম স্থান অধিকার করেন শারারিয়া গ্রামের মো. আজমত বেপারীর ‘পাগলা গরু’। পুরস্কার হিসেবে তার তুলে দেওয়া হয় ৫ হাজার টাকা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি সম্মেলনী ক্লাবের সভাপতি আলম খান বাবু। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল আলম বাবুল মিয়া, কুয়েত প্রবাসী মো. মজনু মিয়া, ইউনিয়ন যুবদলের সহসভাপতি হাবীবুর রহমান, প্রগতি সম্মেলনী ক্লাবের সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস পাবেল প্রমুখ।

আফ্রিদি আহাম্মেদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর