Logo

সারাদেশ

ছাত্রদের অভ্যুত্থানের সুযোগ সবক্ষেত্রে কাজে লাগাতে হবে : মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪

ছাত্রদের অভ্যুত্থানের সুযোগ সবক্ষেত্রে কাজে লাগাতে হবে : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ছাত্ররা যে অভ্যুত্থান সংঘটিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিল, সে সুযোগ আমাদের শুধু রাজনীতির ক্ষেত্রে নয়; শিক্ষা, সংস্কৃতি,  খেলাধুলা, আমাদের জীবন, সামাজিক জীবন, স্বাস্থ্যক্ষেত্র, রাজনীতিসহ সবক্ষেত্রে কাজে লাগাতে হবে। 

রোববার (১৬ ফেব্রুয়ারি)  ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশে একটা ভয়ঙ্কর সময় আমরা পার করেছি। প্রায় ১৫ বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপে ছিলো। সেই পাথর সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আমাদের তরুণ ছাত্ররা যে একটি ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘঠিত করে নতুন বাংলাদেশ নির্মানের সুযোগ করে দিল, তা যেন আমরা গ্রহণ করি। 

এ ক্ষেত্রে গণতন্ত্রের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি আরও বলেন, নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। সেটাই আমাদের ক্রীড়াঙ্গনকে বলুন, শিক্ষা-সংস্কৃতি ক্ষেত্রে বলুন, সুশাসনের ক্ষেত্রে বলুন- নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারি। 

এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় দলের খেলোয়ার মো. আমিনুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের খেলোয়ার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বিরসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। 

এ সময় মির্জা ফখরুল নতুন প্রজন্মের কাছে বিগত দিনে ফুটবলের জনপ্রিয়তা ও শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর আহ্বায়ক সৈয়দ মমিনুল হক বাবু ও আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর