Logo

সারাদেশ

বাউফলে ঐতিহ্যবাহী পটগান ও নাটক প্রদর্শনী

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭

বাউফলে ঐতিহ্যবাহী পটগান ও নাটক প্রদর্শনী

ছবি : বাংলাদেশের খবর

শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ ও সংবেদনশীল সমাজ গঠনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বাউফলের স্থানীয় পাবলিক মাঠে আস্থা যুব ফোরামের উদ্যোগে এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান সুপন। সভাপতিত্ব করেন বাউফল যুব ফোরামের সাবেক আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুনতাসির তাসরিপ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন আস্থা যুব ফোরামের আহ্বায়ক আয়েশাতুন্নেসা বর্ষা।

অনুষ্ঠানে রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মস্তফা, রূপান্তরের উপদেষ্টা ও যমুনা টিভির রিপোর্টার রইসুল ইসলাম ইমন, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ সবুজসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাউফল যুব ফোরামের সাবেক আহ্বায়ক মুনতাসির তাসরিপ বলেন, সহিংসতা প্রতিরোধ ও সংবেদনশীল সমাজ গঠনে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সেই প্রচেষ্টারই অংশ।

রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মস্তফা জানান, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। আমরা এ উদ্যোগে অংশ নিতে পেরে গর্বিত।

প্রধান অতিথি অহিদুজ্জামান সুপন বলেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কার্যক্রমের ভূমিকা অপরিসীম। পটগান ও নাটকের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি বিশেষ প্রাণবন্ত হয়ে ওঠে। রূপান্তরের কর্মীরা জানান, ভাষার প্রতি শ্রদ্ধা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর