Logo

সারাদেশ

ভাষা শহীদদের স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল সহস্রাধিক রোগী

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩

ভাষা শহীদদের স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল সহস্রাধিক রোগী

ভাষা শহীদদের স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় সহস্রাধিক অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম খেলার মাঠে বসুধা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশন নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন।

ক্যাম্পে আগত রোগীদের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এছাড়াও শতাধিক চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন রোগীরা। তারা জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারে না। চিকিৎসা করতে শহরে যেতে হয়, খরচও অনেক। আজকে বাড়ির পাশে বিশেষজ্ঞ ডাক্তারদের পেয়ে আমরা অনেক খুশি।

বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কাজী সাজেদুল হক লিটন। 

আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশনের সহ-সভাপতি ইনামুল হক মাস্টারের সভাপতিত্বে ও সংগঠনটির পরিচালক শাকিল মৃধার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ নাজমুল হাসান, ডা. শিবু দেব সায়মন, রক্তযোদ্ধা হিসেবে পরিচিত বিশিষ্ট সমাজসেবক সুমন রাফি, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, আলফাডাঙ্গা এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আরমান উজ্জামান রাজু ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী জসিমউদদীন কাকুল প্রমুখ।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর