Logo

সারাদেশ

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৯

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

ছবি : সংগৃহীত

ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,  শহিদুল ইসলাম (২৯), সবুজ (৩০) ও শরীফুজ্জামান (২৮)। তাদের কাছ থেকে লুণ্ঠিত তিনটি মোবাইল ফোন, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ ঘটনায় মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। 

এর আগে, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। সে ঘটনায় শুক্রবার সকালে মির্জাপুর থানায় মামলা করেন বাসে থাকা এক যাত্রী।

ডাকাতির ঘটনায় শুরুতে বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করা হলেও তাদের জামিন দেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে যাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও দামী জিনিসপত্র লুট করে নেয়। পরে বাসে থাকা দুই থেকে তিনজন নারীকে যৌন নিপীড়ন করে।

ডিআর/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর