Logo

সারাদেশ

লিচু বাগানে মিলল নিখোঁজ ছাত্রের মরদেহ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৫

লিচু বাগানে মিলল নিখোঁজ ছাত্রের মরদেহ

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের এক দিন পর লিচু বাগান থেকে ইব্রাহিম মিয়া (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌরসভার জয়রামপুর গ্রামে নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সে নিখোঁজ হয়। পরে নিহতের বাবা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহতের বাবা মহব্বত আলী জানান, ‘শুক্রবার বিকেলে আমরা ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের লিচু বাগানে লাশ পাওয়া যায়। পরিবারের দাবি নিহত ইব্রাহিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের বাবা।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।’

মো. সজীব হোসেন/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর