Logo

সারাদেশ

কমিটি বাণিজ্য : ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের আল্টিমেটাম

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩

কমিটি বাণিজ্য : ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের আল্টিমেটাম

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটির গঠনে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ কর্মীদের কমিটিতে নাম দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কমিটির একাংশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২ ঘটিকায় মানিকগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করে মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির একাংশ ।

গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের রক্তের সাথে বেইমানি করে ছাত্রলীগ দ্বারা মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব। গত ২০ ফেব্রুয়ারি  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করা হয় ‌।

এরই ধারাবাহিকতায় কমিটি থেকে গণপদত্যাগ ও কেন্দ্রীয় সহ সমন্বয়ক রুদ্রসহ আহ্বায়ক এবং সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা ও সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আশরাফুল ইসলাম রাজু, মেহরাব খান, আরমান, কাউসার আহমেদ, রাইয়ান ইসলাম খান, আতিকুর রহমান আশিক, মো. নাছিম খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কাউসার আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতেও আমরা কেন্দ্রের সাথে মিটিং করেছি, তবে টাকার বিনিময়ে যে কমিটি হয়নি এ বিষয়ে কোনো স্পষ্ট কথা বলেনি। ৪২১ জন কমিটির সদস্যের মধ্যে প্রায় ২৫০ জন সদস্য পদত্যাগ করেছেন ।

সংবাদ সম্মেলনে মো. আশরাফুল ইসলাম রাজু বলেন, ‘এক রাতে কমিটি দুইবার হয়েছে, একবার ডিলিটও করেছে এটি ইতিহাসে নজিরবিহীন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি ৭ লাখ টাকার বিনিময়ে এই কমিটি অনুমোদন দিয়েছে, যেখানে অনেকেই ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী এবং ১৮ জুলাই সরাসরি ছাত্র আন্দোলনের বিপক্ষে ভূমিকা পালন করেছে । এছাড়াও অনেক ভুলভাল তথ্য দিয়ে এই কমিটি করা হয়েছে । ’

তিনি আরও বলেন, ‘আমরা ফেসবুকের মাধ্যমে এই কমিটির ২৫০ জন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছি ‌। কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জের কমিটির দায়িত্ব দেওয়া হয় রুদ্রকে, মূলত তার মাধ্যমেই অর্থের লেনদেন হয়েছে এটাই জানতে পেরেছি। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাচাই বাছাই করে নতুন কমিটি চাই তাছাড়া ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করব ।’

আফ্রিদি আহাম্মেদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর