Logo

সারাদেশ

পাহাড় কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০

পাহাড় কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের লামায় পাহাড় কাটার অপরাধে ফয়সাল আহমদ (২২) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় লামা উপজেলার সরই ইউনিয়নের লম্বখোলা এলাকায় এই অভিযান চালানো হয়। 

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন অভিযানে নেতৃত্ব প্রদান করেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, ‘উপজেলার সরই ইউনিয়নের লম্বাখোলা নামক স্থানে অবৈধভাবে পাহাড় কাটার সময় ফয়সাল আহমেদ নামে এক যুবককে হাতেনাতে ধরা হয়। উক্ত অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাঁচ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বেলাল আহমেদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর