Logo

সারাদেশ

উত্তরায় মাতৃভাষা দিবসে ইনলাইন স্কেটিং প্রতিযোগিতা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১

উত্তরায় মাতৃভাষা দিবসে ইনলাইন স্কেটিং প্রতিযোগিতা

ছবি : সংগৃহীত

উত্তরার ১৫ নম্বর সেক্টরে ডিয়াবাড়ি স্কোটিং ক্লাবের আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইনলাইন স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় দুটি ইংরেজি মাধ্যম স্কুলসহ ডিয়াবাড়ি স্কোটিং ক্লাবের মোট ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান। এছাড়া উপস্থিত ছিলেন মো. এখলাস উদ্দিন, মো. আতাউর রহমান মামুন, ডা. শাহ জাহান সিরাজ প্রমুখ।

ডিয়াবাড়ি স্কোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক ডালিম বলেন, ‘বর্তমানে অনেক শিশু-কিশোর স্কেটিং খেলায় আগ্রহী হচ্ছে। ছোট বয়স থেকেই অনেকে স্কেটিং শুরু করছে, যা অত্যন্ত ইতিবাচক দিক। আমরা তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে বের করার চেষ্টা করছি এবং আশা করছি, আমাদের দল অল্প সময়ের মধ্যেই ভালো ফলাফল বয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘স্কেটিং শুধু একটি খেলা নয়, এটি শরীর ফিট রাখতেও সহায়ক। দ্রুতগতিতে পথ চলার পাশাপাশি এটি শারীরিক ব্যালান্স ও মনোযোগ বৃদ্ধিতেও সাহায্য করে। ডিয়াবাড়ি স্কোটিং ক্লাব আমার জীবনের একটি অংশ। এখানে বাচ্চারা মাদক ও মোবাইল থেকে দূরে থেকে সুস্থ বিনোদনে সময় কাটায়, যা আমাকে আনন্দ দেয়। আমি চাই, এই ক্লাব থেকে ভবিষ্যতে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হোক এবং তারা দেশের জন্য সুনাম বয়ে আনুক।’

বাংলাদেশে প্রায় ৪৫ বছর ধরে স্কেটিং খেলা চালু রয়েছে। আর্জেন্টাইন কোচ গ্রেগোর তত্ত্বাবধানে দুজন বাংলাদেশির উদ্যোগে এর সূচনা হয়। ১৯৯৪ সালে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন গঠিত হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলে স্কেটিং খেলোয়াড় তৈরি ও প্রশিক্ষণে কাজ করে যাচ্ছে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে স্কেটিং জনপ্রিয়তা পাচ্ছে। স্কুলভিত্তিক প্রতিযোগিতা, জাতীয় ও আন্তঃক্লাব স্কেটিং প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টেও নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশি স্কেটাররা।

প্রতিযোগিতায় বয়সভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর