Logo

সারাদেশ

বইমেলায় ছাত্রশিবিরের স্টল ভাঙচুর

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০১

বইমেলায় ছাত্রশিবিরের স্টল ভাঙচুর

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ৩ দিনব্যাপী  উপজেলা আদালত মাঠে প্রশাসনের উদ্যোগে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে ২১শে বই মেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) থেকে তিন দিনের কর্মসূচি থাকলেও ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতের অন্ধকারে কে বা কারা শিবিরের বইয়ের স্টলগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। 

জানা গেছে, ৩ দিনব্যাপী একুশে বইমেলায় অন্যান্য ছাত্রসংগঠন ও প্রতিষ্ঠানের মতো ছাত্রশিবির ছাগলনাইয়া উপজেলা শাখাও অংশগ্রহণ করে।

উপজেলা পৌর ছাত্র শিবিরের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘ছাত্র শিবিরের স্টলে দর্শনার্থী ও সাধারণ ছাত্র-জনতার উৎসবমুখর আগমনকে সহ্য করতে না পেরে দুষ্কৃতকারীরা এই ধরনের নিকৃষ্ট কাজ করেছে। আমরা থানায় অজ্ঞাত নাম না জানা উল্লেখ করে  অভিযোগ করেছি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

ছাগলনাইয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ মোল্লা জানিয়েছেন, ‘এ ধরনের নিকৃষ্ট কাজ যারা করেছে তারা জাতির শত্রু ইসলামের শত্রু। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান করব যারা এ ধরনের ন্যাক্কার কাজ করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’

এম. এমরান পাটোয়ারী/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর