Logo

সারাদেশ

নিহত সেই কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৮

নিহত সেই কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারের দায়িত্ব নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নোয়াখালী যাত্রাপথে বাগমারা যানজট নিরসনে কাজ করতে গিয়ে দ্রুতগামী তিশা বাসের ধাক্কায় নিহত হন বাগমারা সৈয়দপুর গ্রামের জামায়েতের কর্মী জসিম উদ্দিন। জীবদ্দশায় জসিম উদ্দিন তিন সন্তান ও স্ত্রী রেখে গেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বাদ আসর নিহত জসিম উদ্দিনের নিজ বাড়ি সৈয়দপুর আসেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসময় তার কবর জিয়ারত করেন তিনি।

পরে নিহতের পরিবারের সাথে দেখা করে নগদ অর্থ হাতে তুলে দেন এবং প্রতি মাসে জামায়াত ইসলামির পক্ষ থেকে নগদ অর্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

উপস্থিত সকলের উদ্দেশ্য জামায়াত আমির বলেন, ‘আমরা আমাদের ভাই জসিম উদ্দিনের জন্য দোয়া করি মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতবাসী করুক। আমার ভাইয়ের পরিবারের সন্তানদের পাশে আমরা আছি ওনাকে তো আর ফেরত দিতে পারব না, তবে পরিবারের দায়িত্ব নিতে পারব এবং দায়িত্ব নিলাম।

দোয়া মোনাজাতকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর