Logo

সারাদেশ

অভিনেত্রী দিতির মেয়ের ওপর হামলা, বাড়ি দখলের অভিযোগ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০

অভিনেত্রী দিতির মেয়ের ওপর হামলা, বাড়ি দখলের অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতি ও প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দত্তপাড়া গ্রামের তার নিজ বাড়ি (নানা বাড়ি)-তে এ ঘটনা ঘটে।

হামলার পর লামিয়া তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে হামলার খবর জানান এবং সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে আহ্বান করেন। তবে তিনি হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছু জানাননি। 

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বসে আছেন এবং বেশ কয়েকজন দাঁড়িয়ে আছেন। যেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা শামীম আহমেদ, উপজেলা বিএনপি নেতা নিজাম ও পৌর যুবদল নেতা মফিজুল রহমান সোহেল উপস্থিত ছিলেন।

ভিডিওতে লামিয়া জানান, তার ওপর হামলা চালানোর সময় বিএনপি নেতা নিজাম ও সোহেল হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। হামলার পর লামিয়া দৌড়ে তার গাড়িতে আশ্রয় নেন এবং গাড়ির গ্লাস ভাঙার চেষ্টা চলতে থাকে বলে তিনি লাইভে জানান। 

পরে তিনি ফেসবুকে চারটি স্ট্যাটাস দিয়ে তার ওপর হামলা এবং একাকিত্বের ব্যাপারে নিজের উদ্বেগ প্রকাশ করেন। যেখানে লামিয়া লিখেন, ‘হাউ আই ওয়াজ ভায়োলেন্ট্রি এটাক্ট (কীভাবে আজ আমাকে হিংস্রভাবে আক্রমণ করা হয়েছে)।’

অপর একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘রিকোয়েস্টিং জার্নালিস্টস টু প্লিজ কাম টু মাই প্লেস আইএম অল এলোন (সাংবাদিকদের অনুরোধ করছি আমার জায়গায় আসুন আমি একদম একা)।’ 

তৃতীয় বার লিখেছেন, ‘আমার সাথে কি কেউ নাই? আমার বাবা-মা মারা গেছেন বলে আমার পাশে কি কেউ নাই, কেউ নাই, কেউ নাই?’

অপর একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার পা ভেঙে ফেলেছে ওরা, হাসপাতালে যাব যেতে দেয় না, আমার গাড়িতে ইট ফেলে গাড়ি ভেঙে ফেলেছে, আই ক্যান্ট ওয়াক।’

এ ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে এ সংঘর্ষের সূত্রপাত।

জানা যায়, টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রিতির সঙ্গে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন আগে সামাজিকভাবে বিষয়টির সমাধান করার জন্য আলোচনা হয়েছিল। কিন্তু সেটি নিষ্পত্তি হয়নি। স্থানীয় বিএনপি নেতারা শালিসে অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন।

প্রয়াত চিত্র নায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রিতি বলেন, নয় বছর ধরে দিতির পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। সামাজিকভাবে বেশ কয়েকবার মীমাংসার জন্য বসেছিল। যা অমীমাংসিত ভাবে শেষ হয়। আজও পূর্ব নির্ধারিত তারিখ ছিল। সমাজের শালিসে ব্যক্তিরা কথা বলার সময় তাকে (প্রিতি) মেরে আহত করা হয়। ঘটনাস্থলে বিএনপির যে সকল নেতারা উপস্থিত ছিলেন তারা সামাজিকভাবে শালিসের জন্য যান। কোনো জমি দখল করতে যাননি।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, দিতির মেয়ে ও তার এক ভাইয়ের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ মিমাংসায় স্থানীয়রা শালিসে বসেছিল। শালিসের মাঝে দিতির মেয়ে লামিয়ার ভিডিও করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পরই লামিয়া ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যান। লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সজীব হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর