Logo

সারাদেশ

আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির নেতৃত্বে রবিউল-টুটুল

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭

আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির নেতৃত্বে রবিউল-টুটুল

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. টুটুল শেখ জয়লাভ করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার স্বপ্ননগর এলাকার মধুমতি নদীতীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৩ ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিন বিকেল ৩টায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।  

এতে সভাপতি পদে বিজয়ী রবিউল ইসলাম (আনারস প্রতীক) পেয়েছেন ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন জুয়েল (মোটরসাইকেল) পেয়েছেন ১৪ ভোট।  

আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী টুটুল শেখ (জগ) পেয়েছেন ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম তালুকদার (গোলাপ ফুল) পেয়েছেন ১৬ ভোট। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মো. জসিমউদ্দীন (কাপ-পিরিচ)। তিনি পেয়েছেন ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিন শেখ (ফুটবল) পেয়েছেন ১৩ ভোট।  

নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন মো. বিশু মৃধা। সহকারী কমিশনারদের মধ্যে ছিলেন, মাজহারুল মোল্যা, নুরু মিয়া, নজির শেখ এবং আইয়ুর আলী।  

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি সবুজ শেখ প্রমুখ।

এইচকে/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর