Logo

সারাদেশ

মাথায় লাল কাপড় বেঁধে ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, খুলনা

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪

মাথায় লাল কাপড় বেঁধে ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি অধ্যাপক ড. শরিফুল ইসলামের অপসারণসহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দুটি বাসে করে ৮০ জন শিক্ষার্থী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় রওনা দেন। 

এ সময় শিক্ষার্থীদের মাথায় ছিল লাল কাপড় বাঁধা, যা তাদের আন্দোলনের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে। বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যাত্রা শুরুর আগে শিক্ষার্থীরা এক প্রেসব্রিফিংয়ে বলেন, আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীন। তাই আমাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবো। নিরাপদ জায়গায় চলে যাওয়ার পর ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা ফিরবো না। আমাদের কার্যক্রম অনলাইনে চলবে। 

তারা আরও জানান, ভিসিসহ কিছু শিক্ষক দাবি করছেন যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা এটিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

শিক্ষার্থীরা বলেন, হামলাকারীরা স্পষ্ট ও চিহ্নিত। তবে তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হচ্ছে। কুয়েটে ছাত্রদল সমর্থক ও বিএনপির লোকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের মনে হচ্ছে, কুয়েট প্রশাসনেরই সমস্যা রয়েছে।

জিসান কবিরাজ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর