Logo

সারাদেশ

ফেনীতে ৭৮ কেজি গাঁজাসহ ভারতীয় মালামাল জব্দ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯

ফেনীতে ৭৮ কেজি গাঁজাসহ ভারতীয় মালামাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৭৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে গাঁজাসহ ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেন ফেনীস্থ ৪ বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে পরশুরাম সীমান্ত এলাকা কেতরাংগা ও ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির কাছাকাছি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭৮ কেজি গাঁজা, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ঔষধের গাইট পেলে রেখে পালিয়ে যায়।

ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন জানান, সীমান্তে চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া টহলও জোরদার করা হয়েছে। অভিযানে পাওয়া মালামালগুলো ফেনীস্থ কাস্টমস কর্তৃপক্ষ ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এছাড়াও সীমান্তে নিরাপত্তা আরও কঠোর করার জন্য বিজিবি সদস্যরা কাজ করে চলেছে বলে জানান তিনি।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর