Logo

সারাদেশ

তাড়াশে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধনের আগেই ফাটল

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

তাড়াশে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধনের আগেই ফাটল

সিরাজগঞ্জের তাড়াশে নবনির্মিত উপর সিলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনের আগেই ফাটল ধরার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্কুলটির শিক্ষকরা। 

প্রায় ৯০ লাখ ৭০ হাজার ৪৭৫ টাকা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে। দৃষ্টিনন্দন দোতলা ভবন হিসেবে নির্মিত হলেও এখন ফাটল ধরার কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে। ভবনের পিলার, ছাদ ও দেয়ালসহ বেশ কিছু স্থানে ফাটল রয়েছে, যা উদ্বেগের সৃষ্টি করেছে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার পর জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে উপর সিলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ভবনটি নির্মিত হয়েছিল। এটি ২০২৪ সালের আগস্টে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা ছিল। তবে বিভিন্ন স্থানে ফাটল ধরার কারণে ভবনটি বুঝে নেয়নি স্কুল কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হওয়ায় ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। তিনি আরও বলেন, নির্মাণকাজ চলাকালীন সময়েই বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ তা উপেক্ষা করে কাজ শেষ করেছে।

নতুন ভবনে ফাটল ধরার খবর শুনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া খাতুন, খাদিজা খাতুন, রিফা খাতুন ও সাকিবুল হাসান বলেন, আমাদের নতুন স্কুল ভেঙে যাচ্ছে। আমরা এখানে ক্লাস করতে ভয় পাচ্ছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, ভবনে ফাটল দেখা যাওয়ার বিষয়টি প্রধান শিক্ষক আমাদের জানিয়েছেন। এটি লিখিতভাবে উপজেলা শিক্ষা অফিসে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, বিদ্যালয় ভবনটির ঠিকাদারির কাজ পেয়েছেন অলক হাসান নামের এক ব্যক্তি। তিনি ফাটল মেরামতের আশ্বাস দিয়েছেন।

ঠিকাদার অলক হাসান বলেন, নির্মাণ কাজ শেষে আমি ঢাকায় চলে এসেছি। যদি ভবনে ফাটল দেখা যায়, তাহলে তা মেরামত করে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা জানান, নতুন ভবনে ফাটল ধরার বিষয়টি শুনেছি। অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ফিরোজ আল আমিন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর