Logo

সারাদেশ

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় নিহত ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় নিহত ২

সিলেট-তামাবিল সড়কের কাটাগাং নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আরোহী নিহত হয়েছেন। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের মৃত আলি আহমদের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলির ছেলে মো. তোফায়েল (২৬)।

আহত যুবক হলেন- উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদের ছেলে সাব্বির আহমেদ (৩২)। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে তিনজন মোটরসাইকেলযোগে জৈন্তাপুর সদরে আসার পথে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার ও তোফায়েল নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর